জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
এবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত) ৮২৫টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে-৭৯৭টি ও অন্যান্য বিভাগ থেকে-২৮টি আসনের বিপরীতে ৬৪ হাজার ৩০৬ জন, যা প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।
আগামী ২১ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ রাজধানীর একযোগে ৩১টি কেন্দ্রে বিকাল ৩:০০ থেকে ৪:০০টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস