টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে মিরাজ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-০২ ১৯:৩২:৩৭


ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৮০ রানের পর ‘তিন দিনের’ দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হার। বাংলাদেশ সিরিজ হারলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে সেরা পাঁচে ঢুকেছেন তিনি।

বুধবার (২ অক্টোবর) প্রকাশ করা হয়েছে আইসিসির নয়া হালনাগাদ।

টিম ইন্ডিয়ার বিপক্ষে দুই টেস্টে মিরাজ ব্যাট হাতে ৬৪ রান করেন। বল হাতে নেন ৯ উইকেট। এর মাধ্যমে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোলেন, ৭ থেকে উঠলেন ৫- এ। নামের পাশে রেটিং পয়েন্ট ২৭২। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১৫৫ রান করেছিলেন তিনি, উইকেট নিয়েছিলেন ৯টি।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষেই আছেন রবীন্দ্র জাদেজা। দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন ও তিনে আছেন সাকিব আল হাসান। অবনতি হয়েছে তাইজুল ইসলামের। দ্বিতীয় টেস্টে ৫ রান করে ১ উইকেট নেয়া এ ক্রিকেটার পিছিয়েছেন তিন ধাপ। তার স্থান এখন ৪৬- এ।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়া মিরাজ বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন চার ধাপ। ২২ থেকে ১৮ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে তার ওপর নেই আর কেউ। তাইজুল একধাপ পিছিয়ে আছেন ২০ নম্বরে।

বাংলাদেশিদের মধ্যে ব্যাটার মুশফিকুর রহিম সবার উপরে। ২৪ নম্বরে থাকা মিস্টার ডিপেন্ডেবলের একধাপ অবনতি হয়েছে। ২৭ নম্বরে থাকা লিটন দাসেরও এক ধাপ অবনতি। ৪২- এ উঠা মুমিনুল হক এগিয়েছেন ১৬ ধাপ।

বিএইচ