রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় শিয়া মতাবলম্বীদের ওপর হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক।
আজ শনিবার সকালে হোসেনি দালান এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, এটিকে জঙ্গি হামলা মনে করছে না পুলিশ। এটি পরিকল্পিত নাশকতা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
আইজিপি শহীদুল হক বলেন, অনেক বিষয় নিয়ে বিবেচনা চলছে। এটি স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের কাজ বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। খুব দ্রুত দোষী ব্যক্তিরা চিহ্নিত হবে।
আইজিপি বলেন, দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় যারা জড়িত, তারা এ ঘটনায় জড়িত থাকতে পারে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এটি কোনো জঙ্গি হামলা বলে পুলিশ মনে করছে না। এটি পরিকল্পিত নাশকতা।
রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গভীর রাতে বোমা হামলায় সাজ্জাদ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি।
সানবিডি/ঢাকা/এসএস