বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে ৬ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেন মিরাজ।
এরপর শুক্রবার দ্বিতীয় দিন সকালে স্টুয়ার্ট ব্রডের উইকেট নিয়ে ইংলিশদের প্রথম ইনিংস গুটিয়ে দেন তিনি। ৮০ রান খরচায় স্টুয়ার্ট ব্রড ছাড়া মিরাজের শিকার হওয়াদের তালিকায় রয়েছেন- জো রুট, গ্যারি ব্যালান্স, বেন ডাকেট, মঈন আলী ও জন বেয়ারস্টো।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম সাফল্য আসে অভিষিক্ত অলরাউন্ডার মিরাজের হাত ধরে। তিনি সরাসরি বোল্ড করেন আরেক অভিষিক্ত বেন ডাকেটকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে মিরাজ খেলেছেন এ পর্যন্ত ১২টি ম্যাচ। ১৪ ইনিংস ব্যাট করে তিনি করেছেন ৫২৪ রান। আর বল হাতে ১৯ ইনিংসে বল করে নিয়েছেন ৪১টি উইকেট।
অভিষেক ম্যাচে ৬ উইকেট সংগ্রহের রেকর্ড গড়ার তালিকায় থাকা অন্য টাইগার বোলারদের মধ্যে রয়েছেন সোহাগ গাজী (৭৪/৬), মনজুরুল ইসলাম রানা (৮১/৬), ইলিয়াস সানি (৯৪/৬) ও নাঈমুর রহমান দুর্জয় (১৩২/৬)।