দক্ষিণ এশীয় শান্তি উদ্যোগ (সাপি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ২০তম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ইউপিএফ বিশ্বব্যাপী সহনশীলতা, সামাজিক ঐক্য, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জোরদারে কাজ করে যাচ্ছে, যা প্রশংসার দাবিদার। শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীব্যাপী রাষ্ট্রীয় ভূমিকার বাইরেও অ-রাষ্ট্রীয় উপাদানগুলোর গুরুত্ব অপরিসীম।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিবিদদের সামাজিক শৃঙ্খলা, দুর্নীতি রোধ, সাম্য প্রতিষ্ঠায় আরো বেশি ভূমিকা রাখতে হবে। সংসদ সদস্যরা এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
বিশ্বাস ভিত্তিক শান্তি উদ্যোগ অত্যন্ত জরুরি এবং কার্যকরী উল্লেখ করে বাংলাদেশে সাপি উদ্যোগ এবং এর সঙ্গে জড়িত দেশ এবং বিদেশের ব্যক্তিবর্গকে স্বাগত জানান তিনি।
অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ইউনিভার্সাল পিস ফেডারেশন বাংলাদেশ (ইউপিএফ) এর পক্ষ থেকে ‘অ্যাম্বাসেডর ফর পিস’ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া ইউপিএফ এশিয়ার অ্যাডুকেশন ডিরেক্টর ড. রবার্ট এস কিটেল সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে ব্যাখ্যা করেন। নেপালের সাবেক ক্যাবিনেট মন্ত্রী একনাথ ঢাকাল এবং সাপি’র সংগঠক নেপালের শান্তি প্রক্রিয়াসহ পৃথিবীব্যাপী এর বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাজী ফিরোজ রশিদ এমপি। এছাড়া ইউপিএফ এশিয়ার প্রেসিডেন্ট চুং সিক ইয়ং, ইউপিএফ এশিয়ার অ্যাডুকেশন ডিরেক্টর ড. রবার্ট এস কিটেল, ইউপিএফ বাংলাদেশের মহাসচিব কাজী নজরুল ইসলাম, ১৮ জন সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।