সাজঘরে পৌঁছে সাকিব আল হাসান নিশ্চয়ই অন্তত একবার তাঁর আউটটি স্ক্রিনে দেখেছেন। দেখে তাঁর মনের অবস্থা কী হয়েছে সেটি বলাই বাহুল্য। দিনের দ্বিতীয় বল, স্পিন উপযোগী উইকেটে বল করছেন একজন স্পিনার, সিনিয়র খেলোয়াড় হিসেবে তাঁর কাঁধে রাজ্যের দায়িত্ব; দল পিছিয়ে ৭২ রানে। কিন্তু সাকিব মাথায় রাখলেন না কিছুই। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মঈন আলীকে আছড়ে ফেলতে চাইলেন সীমানার ওপারে। কিন্তু তা হলো না। উল্টো বল চলে গেল উইকেটের পেছনে দাঁড়ানো জনি বেয়ারস্টোর গ্লাভসে। স্টাম্প ভাঙতে কোনো অসুবিধাই হয়নি তাঁর। ৩১ রানেই শেষ তাঁর সম্ভাবনাময় ইনিংসটি। ফিরেছেন শফিউল আর মেহেদী হাসানও।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪১। ইংল্যান্ডের সংগ্রহের চেয়ে এখনো ৫১ রানে পিছিয়ে তারা।
দলের সবচেয়ে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন শটটি দেখল বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নেওয়ার স্বপ্নটাও এই মুহূর্তে কেন যেন একটু ফিকে। দুই অভিষিক্ত সাব্বির রহমান আর মেহেদী হাসানের ব্যাটিং প্রতিভা প্রশ্নাতীত, কিন্তু তারপরেও কেন যেন একটু সন্দেহ থেকেই যাচ্ছে।
যদিও সাকিবের আউটের পর উইকেটে এসে সাব্বির শুরুটা দারুণ করেছেন। কিছুটা ওয়ানডে স্টাইলেই ব্যাট করে ২০ বলে ১৫ করেছেন তিনি। আছে ৩টি চারের মার। নাইট ওয়াচ ম্যাচ শফিউল কিন্তু তাঁর দায়িত্ব ঠিকমতোই পালন করেছেন। ২৮ বল খেলে ২ রান করে আউট হয়েছেন তিনি। আদিল রশিদের বলে আউট হয়েছেন তিনি। স্টোকসের বলে এলবিডব্লিউ হয়েছেন মেহেদী।
মঈন আলী দারুণ বল করছেন। ৭৫ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। আদিল রশিদ, বেন স্টোকস-দুজনেই নিয়েছেন ২টি করে উইকেট। গ্যারেথ ব্যাটিতুলে নিয়েছেন ২ উইকেট।