ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল বারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম।
রোববার (০৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, ৫ অক্টোবর থেকে আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম বলেন, আমার কাছে সবাই সমান। দল-মত নির্বিশেষে সব শিক্ষার্থীদের জন্য সমানভাবে কাজ করবো। ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করে যাবো। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইনে যেমন আছে সেই অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. মো: আব্দুল বারী।
এম জি