বলিউডের অনেক অভিনেত্রী সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী সানা খান। সম্প্রতি ওয়াজা তুম হো সিনেমার ট্রেইলার প্রকাশের পর অন্তত সেই অাভাসই পাওয়া যাচ্ছে।
এ প্রসঙ্গে সানা খান বলেন, ‘বলিউড সিনেমার যৌন দৃশ্যে অভিনয় করা তো সাধারণ ব্যাপার। এটাকে কেন ইস্যু করা হচ্ছে, তা বুঝতে পারছি না। খুব আশ্চর্য লাগে যখন শুনি ইন্ডাস্ট্রির লোকেরা এই নিয়ে কথা বলছে। ওই দৃশ্যগুলো নিয়ে আলোচনা করছে। এখন বলিউডের প্রায় সিনেমাতেই চুম্বন দৃশ্য থাকে। আমি বুঝতে পারি না ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কেন এত কথা? কেন এত চর্চা হয়?’
ওয়াজা তুম হো সিনেমায় সানার সঙ্গে গুরমিত ও রজনীশের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। আগামী ২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।