সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪ বারে ৩ হাজার ৭৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭৮ বারে ১ লাখ ১৬ হাজার ২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮০০ বারে ১ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৮৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৭.০৭ শতাংশ, খান ব্রাদার্সের ৭.০২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.৬০ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৫৭ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, রহিমা ফুডের ৬.০৬ শতাংশ এবং দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর ৬.০৪ শতাংশ কমেছে।
এসকেএস