ছোট পর্দার পরিচিত মুখ উর্মিলা শ্রাবন্তী করের বাবা অনন্ত কুমার কর আর নেই। দীর্ঘদিন ধরে অনন্ত কর কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
১৫ অক্টোবর অবস্থার অবনতি হলে অনন্ত করকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর বাবার পাশে থাকতে সব শ্যুটিং বাতিল করেন উর্মিলা। জানা গেছে, কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তার বাবা।
অনন্ত কর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। উর্মিলার মায়ের নাম তৃপ্তি কর। তাদের সবচেয়ে ছোট সন্তান উর্মিলা।