বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ধারণ না করতে পারলে সংস্কার করেও দুর্নীতি দূর করা যাবে না বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের চেতনা ধারণ করতে হবে। না হলে ঘুরেফিরে দুর্নীতি একই জায়গায় থাকবে।
তিনি আরও বলেন, সড়ক-মহাসড়ক উন্নয়ন প্রকল্পে রাজনীতিবিদ, আমলা, ঠিকাদারদের আঁতাতে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। প্রকল্পের মোট অর্থের মধ্যে অবৈধ লেনদেনেই ২৩ থেকে ৪০ শতাংশ ব্যয় হয়েছে। তাই দুর্নীতি রোধে ত্রিমুখী শক্তিকে ভাঙার পাশাপাশি দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন টিআইবি পরিচালক।
এম জি