দর বৃদ্ধির শীর্ষে আইসিবি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-০৯ ১৫:০৯:০৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪০৮ বারে ১ লাখ ২৬ হাজার ৪৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৪৭১ বারে ৪ লাখ ৩৭ হাজার ৬১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৬১ বারে ৭৯ লাখ ৪১ হাজার ৪৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৫৩ শতাংশ, আমার টেকনোলজিসের ৫.৫২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৮.৪৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৮.১৩ শতাংশ, ই-জেনারেশনের ৭.৮১ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৭.৩৬ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭.২৫ শতাংশ দর বেড়েছে।
এসকেএস