ভেজালমুক্ত খাদ্যের দাবিতে সাভারে মানববন্ধন
প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-০৯ ১৬:০৯:০৫
‘নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য’ এই শ্লোগানে ঢাকার সাভারে ভেজালমুক্ত খাদ্যের দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ সাধারণ জনগণ।
বুধবার (০৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভেজাল খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ নিয়ে এ মানববন্ধন করা হয়।
“সবার দাবি একটাই, নিরাপদ খাদ্য চাই; সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই; দেশের শত্রু তারা, খাদ্যে ভেজাল দেয় যারা” সহ বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান লেখা সম্বলিত ফেস্টুন, ব্যানার নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, নানা যুবক-যুবতী, স্থানীয় জনগণ, বিভিন্ন ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরণের অসুস্থতায় ভোগছে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার ও সামাজিকভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে বলেও জানান বক্তারা।
মানববন্ধনে কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রাজারিও, আগষ্টিন মিটু হালদার, সিনথিয়া ইসলাম, দিপক সাহা সাবিতা রাণী, মামুন মিয়া, সাখাওয়াত হাসন, শিউলী আক্তার, হাসান, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএইচ