শেখ হাসিনার কারণে বিদেশিদের কাছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রমনা কালিমন্দিরে মহাষষ্ঠীর প্রদীপ প্রজ্বলন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আমাদের অভিন্ন জাতিসত্তা এবং সংস্কৃতির কোনো পার্থক্য নেই। বাঙালীর প্রধান উৎসব দুর্গাপূজা। আমরা অপেক্ষা করতাম সেপ্টেম্বর অক্টোবর কবে আসবে। এই পূজার জন্য অপেক্ষায় থাকতাম।
যখনই রাজনীতিকে এবং রাষ্ট্র ক্ষমতাকে আত্মসাৎ করে আজীবন দেশের ক্ষমতায় থাকার পরিকল্পনা থাকে তখন ‘এ’ প্ল্যান, ‘বি’ প্ল্যান, ‘সি’ প্ল্যানসহ মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রক্রিয়া চলে বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, আওয়ামী লীগ সেকুলার রাজনৈতিক দল দাবি করে। সেই সেকুলার দলের প্রধানমন্ত্রীর সময়ে সাম্প্রদায়িক অস্থিরতা বেশি দেখা গেছে।
রিজভী বলেন, ভুল এবং মিথ্যার ওপর সরকার পরিচালনা করতে গিয়ে আজকে দেশ থেকেই বিতাড়িত হয়েছেন শেখ হাসিনা। নোংরাভাবে সাম্প্রদায়িকতাকে তিনি জিইয়ে রেখেছেন। বিভ্রান্তির চেষ্টা করলে নিজের জালে নিজে আটকে পড়ে, শেখ হাসিনার ঠিক এমনই হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তার এজেন্ডাদের দিয়ে মন্দিরে হামলা করিয়েছেন, দাঙা চালিয়েছেন। তিনিই আবার অন্য রাজনৈতিক দলের নামে কুৎসা রটিয়েছেন। পালিয়ে যাওয়ার পরও তার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
শক্তির অনির্বাণ শিখা যেন অনন্তকাল বিরাজমান থাকে, আগামীর বাংলাদেশের সেই প্রত্যাশা করেনে বিএনপির এই নেতা।
তিনি বলেন, সব চক্রান্ত অন্ধকারে ঢেকে রাখবো। সম্প্রীতি যেন অনন্তকাল ধরে চলে সে আশা প্রকাশ করি। ঐতিহ্যের ধারা অনুযায়ী সব ধর্মের উৎসব যেন সুন্দরভাবে উদযাপন হয় সেই প্রত্যাশা থাকবে। একে অপরে নিবিড় বন্ধনে আমরা আবদ্ধ থাকব।
বিএইচ