চট্টগ্রামে পূজামণ্ডপে গান গাওয়ার সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জড়িত নয় বলে জানিয়েছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের অবস্থান তুলে ধরে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি জানান, এই ঘটনার সাথে অনেকেই ছাত্রশিবিরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আমি দায় নিয়ে বলছি, এর সাথে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। শিবির কারও ধর্মীয় অনূভুতিতে আঘাত করে, এমন কাজকে কখনোই সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও লিখেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। সত্যতা যাচাই না করেই যারা বিভিন্ন সময়ে শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়, তারা একটা সময় গিয়ে নিজেদের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন। এ ধরণের কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকার অনুরোধ জানান জাহিদুল ইসলাম।
বিএইচ