রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাল ভুল উল্লেখ করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টায় অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) জোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার প্রশ্নে এই ভুল পাওয়া যায়।
প্রশ্নপত্রে দেখা যায়, ‘বি’ ইউনিটের ৪নং সেটের ৪১নং প্রশ্নে বঙ্গবন্ধুর হত্যার তারিখ ঠিক থাকলেও ১৯৭৫ এর পরিবর্তে ২০১৬ সাল উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ অনেকের মধ্যেই ক্ষোভের সঞ্চার হয়।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বিষয়টা ভাবতেই লজ্জা লাগছে। একাত্তরের ইতিহাস বিকৃতকারীদের জন্য যে নতুন আইন জারি হয়েছে এবং রাবির যে শিক্ষকরা এমন ভুল করেছে, তাদের সেই আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।’
তবে এ ঘটনায় অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক আ. ন. ম. ওয়াহিদ।
সানবিডি/ঢাকা/এসএস