দর পতনের শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-১৫ ১৫:৩১:২৬
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৪ বারে ১ লাখ ২০ হাজার ২৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭৫ বারে ৬১ হাজার ৩৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৭ বারে ২৪ হাজার ১৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৭.৬৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৪৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৭.৩৬ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৭.০৪ শতাংশ, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯৭ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৫৮ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর ৬.৪২ শতাংশ কমেছে।
এসকেএস