উদারতায় শীর্ষে ইরাক, দানে মিয়ানমার, কৃপণতায় চীন
আপডেট: ২০১৬-১০-২৬ ১৭:৪৮:০১

যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের মানুষ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উদার। আর দান করার ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো শীর্ষে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মানুষ। এক্ষেত্রে সবচেয়ে কৃপণ চীন। সম্প্রতি সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স জরিপে এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
জরিপে বলা হয়, গত মাসে ইরাকে প্রতি ১০ জন মানুষের ৮ জন অন্তত একজন অপরিচিত লোককে সাহায্য করেছেন। লিবিয়ার মানুষও অচেনা মানুষকে সাহায্য করার ক্ষেত্রে একই রকম উদারতার পরিচয় দিয়েছেন। আর গত মাসে মিয়ানমারে ৯১ শতাংশ মানুষ দান করেছেন জনকল্যাণে।
দানশীলতায় দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্রের মানুষ। এক্ষেত্রে ইউরোপে এক নম্বরে ব্রিটেন, মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকায় কেনিয়া এবং লাতিন আমেরিকায় গুয়াতেমালা। চীনকে বিশ্বের সবচেয়ে কৃপণ বলে চিহ্ণিত করা হয়েছে এই প্রতিবেদনে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













