দর বৃদ্ধির শীর্ষে লাভেলো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-১৬ ১৫:০৯:১৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৩৭ বারে ১৯ লাখ ৫৭ হাজার ১৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭১১ বারে ৮৬ লাখ ৮৫ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৪৪ বারে ৭ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – জিকিউ বলপেনের ৩.৬২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩.৪৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩.০৭ শতাংশ, নাহী এ্যালুমিনিয়ামের ৩.০১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৯৩ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৪৩ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের লিমিটেডের ২.২০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস