দক্ষিনবাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারী বি.এম কলেজের প্রধান ফটকে ফেলা হচ্ছে বাসা-বাড়ীর গৃস্থলির বর্জ্য। এতে ভোগান্তির শিকার শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এতে সবার স্বাস্থ্য সমস্যা আশঙ্কা রয়েছে বলে এর প্রতিকার চেয়েছেন শিক্ষার্থীরা।
কলেজের মসজিদ গেট, গ্যারেজ গেট ও প্রথম গেটের প্রবেশ পথে নিয়মিতভাবে ফেলা হচ্ছে এসব বর্জ্য। এজন্য দায়িত্বহীনতার অভিযোগ রয়েছেন বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের উপর।
এই বিষয়টি নিয়ে একাধিকবার কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন লিখিতভাবে অভিযোগ করলেও বিসিসি প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করছে না জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম বলেন, আমি একাধিকবার বরিশাল সিটি কর্পোরেশনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি কিন্তু কোন সুফল পাইনি।
তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের লোকেরা বলে এটা পরিচ্ছন্নতা বিভাগের আওতায় তারা কাজটি করবে।
বরিশাল জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান বলেন, আমরা বিসিসি জানিয়েছি, আশা করছি অতি দ্রুত একটা সমাধন পাব।
তিনি বলেন, আমরা বরিশালকে স্বচ্ছ সুন্দর ও সমস্যামুক্ত রাখার জন্য ফেসবুকে ‘Barisal problem & prospect' বরিশালের সমস্যা ও সম্ভাবনা’ গ্রুপ খুলেছি। যেখানে বিভিন্ন সমস্যা পোষ্ট করা হয় এবং সে অনুযায়ী সমস্যার সমাধান বের করা চেষ্টা করা হয়। আমরা বরিশালবাসীর পাশে আছি, থাকবো।
বিএম কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র রাকিব বলেন, কলেজের সামনে এভাবে ময়লা থাকলে দেখতে অনেক খারাপ লাগে এবং স্বাথ্যের জন্য অনেক ক্ষতিকর। এর কারণে নানা ধরনের রোগ হওয়ার সম্ভবনা থাকে।
তিনি বলেন, আমরা আশা করবো কর্তৃপক্ষ শিগগিরই কোন পদক্ষেপ নেবেন। যাতে করে এখানের পরিবেশটা সুন্দর ও নির্মল হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের সহকারী পরিচ্ছন্নতা অফিসার মাহবুব আলম বলেন, আমরা ঐ স্থান থেকে ময়লা পরিস্কার করে ফেলেছি এবং অন্যত্র স্থান নির্দিষ্ট করে দিয়েছি। যারা ওখানে এখনো ময়লা ফেলে তাদের বিরুদ্ধে আইনআনুগত ব্যবস্থা নেওয়া হবে।
সানবিডি/বিএমসি/অনিক/এসএস