অবশেষে আয়নাবাজি ছবির পাইরেসিকারীকে ধরেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাড্ডা থেকে আতিকুর রহমান অভি নামের ওই ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম টিম। গোপন সংবাদের ভিত্তিতে অনেক খোঁজ-খবর নিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এ ব্যাপারে বৃহস্পতিবার ডিএমপি তাদের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছে, রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিতে গত রাতে আয়নাবাজি ছবির পাইরেসিকারীকে ধরা হয়েছে।
এছাড়া নাগরিকরা যে কোন অপরাধ ও অপরাধী সম্পর্কে এ রকম তথ্য দিলে শুধু আয়নাবাজিই নয়, যে কোন অপরাধবাজিই তারা নস্যাৎ করে দেবে বলে জানিয়েছে ডিএমপি।