আজ শনিবার রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সকাল ৯টা ৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে। আজ ঢাকার বাতাসের মানের স্কোর ১৪২। অর্থাৎ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
অন্যদিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ওই সময় বায়ুদূষণে ৪২৬ স্কোরে শীর্ষে উঠে আসে পাকিস্তানের লাহোর। ৩৫৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। এ ছাড়া উগান্ডার কাম্পালা ১৭৪ স্কোরে চতুর্থ, ১৫৫ স্কোরে ইন্দোনেশিয়ার বাতাম পঞ্চম, একই স্কোরে ষষ্ঠ অবস্থানে উঠে আসে বাহরাইনের মানামা ও সপ্তম অবস্থানে নেপালের কাঠমাণ্ডু, ১৪৮ স্কোরে অষ্টম অবস্থান ছিল কুয়েতের কুয়েত সিটি ও দশম অবস্থানে উঠে আসে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়।
এনজে