পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেনেটা ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামের একটি জেনেরিক ওষুধের প্রথম চালান অস্ট্রেলিয়ায় সফলভাবে প্রেরণ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওষুধটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের জন্য একটি কার্যকর চিকিৎসা।
অস্ট্রেলিয়ায় দোস্টামিন ব্র্যান্ডের অধীনে ক্যাবারগোলিনের বিতরণ, বিপণন এবং বাণিজ্যিকীকরণ করা হয় রেনাটার অংশীদার নোভা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে।
এসকেএস