অবশেষে নোবেল পুরস্কার নিয়ে মুখ খুললেন মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। সাহিত্যে তাকে দেওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বব ডিলান। শুক্রবার নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাহিত্যে নোবেল পেয়ে বব ডিলান ‘বাকরুদ্ধ’ হয়ে গিয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, বব ডিলান সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিয়ুসকে ফোন করে বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার খবরে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটি আমার জন্য খুবই সম্মানের।’
তবে ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে বব ডিলান উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নোবেল ফাউন্ডেশন।
তবে যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বব ডিলান বলেছেন, সম্ভব হলে তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে আগ্রহী।
নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না- ডেইলি টেলিগ্রাফের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। যদি সেটি সম্ভব হয়। এ (নোবেল) পুরস্কার অবিশ্বাস্য ও বিস্ময়কর। সত্যিই বিশ্বাস করা কঠিন। এ ধরনের কোনো কিছু কে কল্পনা করতে পারে?’
গত ১৩ অক্টোবর এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। ‘আমেরিকান গীত ঐতিহ্যে কাব্যিক বহিঃপ্রকাশ সংযোজন’ এর জন্য তার নাম এ পুরস্কারের জন্য ঘোষণা করা হয়।
তবে পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বব ডিলান মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। তাই নোবেল পুরস্কার গ্রহণ করবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন, বব ডিলান হয়তো নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
এ পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমির এক সদস্য বলেন, ‘বব ডিলানের নীরবতা অভদ্রোচিত ও ঔদ্ধত্যপূর্ণ।’ তথ্যসূত্র : বিবিসি