আওয়ামী লীগের নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের ২৮ জনের সবার নাম ঘোষণা হয়েছে। এদের মধ্যে ১০ জন আগের কমিটিতেও ছিলেন। দুপুরের পর দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিজ্ঞপ্তিতে এই নামগুলো প্রকাশ করেন।
দলের সংশোধিত গঠতন্ত্র অনুযায়ী ৭৩ সদস্যের কেন্দ্রী কমিট বাড়িয়ে ৮১ সদস্যের করা হয়েছে গত ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনে। সম্মেলনের দ্বিতীয় দিন সভাপতিমণ্ডলীর ১৬ নাম ছাড়াও সাংগঠনিক সম্পাদকসহ বেশ কিছু নাম ঘোষণা করেন। এর দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন আরও বেশ কিছু নাম।
শুক্রবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে সাতটি পদ ফাঁকা রেখে বাকি নামগুলো চূড়ান্ত হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, সম্পাদকমণ্ডলীর কয়েকটি পদ ফাঁকা রেখে বাকি নামগুলো ঘোষণা হবে শনিবার।
দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী দলের কার্যনির্বাহী পরিষদের ২৮ পদের সবগুলো নামই জানিয়ে দেওয়া হয়।
পুরনো মুখ যারা
জাতীয় সম্মেলনে ভেঙে দেওয়া কমিটিতে নাম ছিল এমন ১০ জন এবারও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে স্থান পেয়েছেন। এরা হলেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আক্তারুজ্জামান, এস এম কামাল হোসেন এবং মির্জা আজম।
নতুন মুখ যারা
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম,নুরুল ইসলাম ঠান্ডু, দীপঙ্কর তালুকদার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান,নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম, গোলাম কবির রব্বানী চিনু, রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহানা. ড. শাম্মী আহমেদ, সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি, বিল্পব বড়ুয়া এবং রেমন্ড আরেংও স্থান পেয়েছেন কার্যনির্বাহী পরিষদে।