বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবেন না। তাকে সরে যেতেই হবে।
আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে এই সভার আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, যে যা বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি, ফজলুল হক মিলন, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।