আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেছেন, পুলিশি অভিযানের কারণে জঙ্গিরা তাদের কার্যক্রম আপাতত হয়তো বন্ধ করে রেখেছে। কিন্তু, জঙ্গিরা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এটা ভেবে আত্মতুষ্টিতে থাকা ঠিক নয়। জঙ্গিরা এখনো তলে তলে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আজ সকাল সোয় ১১টার দিকে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর আয়োজনে উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রীসভায় রদবদলের গুঞ্জন চলছে, এ অবস্থায় দলের দায়িত্ব না মন্ত্রিত্ব নেবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে রাধে সে চুলও বাঁধে। যে পারে সে সবই পারে। আমি রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখবো, আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখবো। এটা আমার সুবিধা।
মন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, প্রধানমন্ত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আমিও তাকে ফলো করি। ১০টার পর আর কোনো কাজ খুঁজে পাবেন না। সকালে সমস্ত দেশের খবর নেই। যেমন আজকের কাজ শেষ। এখন কোনো কাজ পাই না। ১০টার পর রাস্তায় নেমে যাই। প্রধানমন্ত্রী যদি আমাকে আরও কোনো কাজ দেন তাও আমি পারবো।
তিনি আরও বলেন, অনেক মন্ত্রীকে দলের পদে এবার রাখা হয়নি। তাদের পদে রাখেননি যাতে মন্ত্রিত্বের কাজে বিঘ্ন না হয়। দলকে আরও গতিশীল করার জন্য এটা করা হয়েছে।