বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
বইয়ের প্রচ্ছদে নগ্ন কোল
প্রকাশিত - অক্টোবর ২৪, ২০১৫ ১২:৩৫ পিএম
কিম কার্দাশিয়ান নামী রিয়েলিটি শো স্টার- এবার বোনের পথেই হাটছেন কোল কার্দাশিয়ান। ‘খোলামেলা’ হওয়ার দৌড়ে তিনিও নাম লেখালেন। নিজের বইয়ের প্রচ্ছদের জন্য নগ্ন ফটোশুট করলেন কোল কার্দাশিয়ান।
জানা গিয়েছে, নিজের জীবন সম্পর্কে নতুন একটি বই লিখেছেন মার্কিন টেলিভিশন তারকা কোল কার্দাশিয়ান। আগামী ৩ নভেম্বর কোলের লেখা 'Strong Looks Better Naked' নামের বইটির প্রথম ঝলক দেখা যাবে। আর এই বইয়ের প্রচ্ছদের জন্যই ক্যমেরার সামনে বিবসনা হয়ে দাড়িয়েছেন লেখিকা।
বই প্রসঙ্গে কোল জানান, ‘এই বইতে নিজের লড়াই ও সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। ৩১ বছরে আমি কিভাবে রিয়েলিটি স্টার হয়েছি এবং আমাকে কোন কোন বাঁধার প্রাচীর পার হতে হয়েছে। এছাড়া প্রেমিক লেমরকে নিয়ে নানা কথা- এই বইতে তুলে ধরেছি।’
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.