বিপিএলের সর্বনিম্ন টিকিট ২০০ টাকা
প্রকাশ: ২০১৬-১০-৩১ ১১:২৯:৫২

আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এতে সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
তালিকা অনুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ জুয়েল স্ট্যান্ড ৫০০ টাকা, উত্তর গ্যালারি ৩০০ টাকা, দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা ও পূর্ব গ্যালারি ২০০ টাকা।
আগামী ৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে মোকাবেলা করবে রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটানস।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












