রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির কমান্ডার নিহত
প্রকাশিত - অক্টোবর ৩১, ২০১৬ ১১:৫২ এএম
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের চার সদস্য। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর কবুরহাটে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম বলেন, 'রাতে শহরতলীর কবুহাটের সোবাহান শেখের ধানের চাতালের পেছনে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলি ছুড়তে থাকেন।
এক পর্যায়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় তারা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.