বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২
প্রকাশিত - অক্টোবর ৩১, ২০১৬ ১২:২৪ পিএম
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গোমতী সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান গোমতী সেতু থেকে নামার পর টোল প্লাজায় প্রবেশের আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, এখনো নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.