আরও কম দামে ২ স্মার্টফোন আনছে স্যামসাং
প্রকাশ: ২০১৫-১০-২৪ ১২:৫৪:৪১
গ্রাহকদের সাধ্যের কথা চিন্তা করে এবার আরও কমে দামে ২ মডেলের স্মার্টফোন আনছে স্যামসাং। নতুন স্মার্টফোন ২টির নাম- গ্যালাক্সি অন৫ ও গ্যালাক্সি অন ৭।
সম্প্রতি ফোনএরিনা নামের একটি প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগির ফোন দুটি বাজারে আনার পরিকল্পনা করেছে স্যামসাং। আগামী দুই এক সপ্তাহের মধ্যে প্রথমত এটি ভারতের বাজারে আসতে পারে। এরপর ধীরে ধীরে অন্য দেশের বাজারে আনা হবে।
গ্যালাক্সি অন৫ এর দাম পড়তে পারে ১৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার টাকা। আর গ্যালাক্সি অন৭ এর দাম ধরা হতে পারে ২০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা পড়বে প্রায় ১৬ হাজার টাকা।
ফোনএরিনা জানায়, উভয় ফোনে রয়েছে কোয়াড কোর এক্সিনোস ৩৪৭৫ প্রসেসর, অ্যান্ড্রয়েড ললিপপ, এলটিই, ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা, ১.৫ জিবি র্যাম, ৮ জিবির ইন্টারনাল মেমোরি ও মাইক্রো এসডি কার্ড সমর্থনযোগ্য।
তবে স্মার্টফোন ২টির মধ্যে বিশেষ তফাত থাকবে। অন৫-এ যখন থাকবে ৫ ইঞ্চির ডেসপ্লে, তখন অন৭-এ থাকবে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। ক্যামেরাতেও কিছু পার্থক্য থাকবে।