হোসেনি দালানে বোমা হামলার ঘটনা অগ্রহণযোগ্য : গিবসন
প্রকাশ: ২০১৫-১০-২৪ ১৩:২২:১০

রবার্ট গিবসন

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনা অগ্রহণযোগ্য এবং এ ধরনের সহিংস ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
তিনি তার টুইটারে লিখেছেন, আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় এ হামলার ঘটনায় তিনি আতঙ্কিত। এ ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শুক্রবার দিবাগত গভীর রাতে পুরান ঢাকায় হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় সাজ্জাদুল হক সানজু (২৮) নামের এক যুবক নিহত হন। আহত হন ১০০ জনের বেশি। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













