[caption id="attachment_1539" align="alignright" width="399"] MUTUAL FUNDS[/caption]
এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজম্যান্ট ফান্ড প্রথম প্রান্তিকে ইউনিট প্রতি আয় (ইপিইউ) করেছে ১০ পয়সা। ফান্ডটির প্রথম প্রান্তিকের (জুলাই ১৬- সেপ্টেম্বর ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগের বছরের একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৭ পয়সা। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ১৭ পয়সা।
প্রসঙ্গত, ‘এ ’ ক্যাটাগরির ফান্ডটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।