আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা-ভাঙচুরের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার আওয়ামী লীগেরে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
হানিফ বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের নেতৃত্বে চার সদস্যের টিম সেখানে গিয়েছে। সরকারের তরফ থেকে নিদের্শ দেওয়া হয়েছে, এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, বৈধ হোক আর অবৈধ হোক অস্ত্র প্রদর্শনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না, প্রশ্রয়ও দেয় না।