বাফুফের নতুন সভাপতিকে বিসিবি সভাপতির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-২৭ ১৫:০৬:৪৪


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালকে অভিনন্দন জানিয়েছেনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

রোববার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান বিসিবি বস।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকিন্টনেন্টালে অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। সেখানে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। তার মধ্যে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।

বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘আমি আবিথ আউউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটি স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, তাবিথের নিবেদন ও ভিশন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

বিএইচ