একে তো তারকার বাড়িতে নিমন্ত্রণ। তার ওপরে পার্টির হইহুল্লোড় ছেড়ে ফিরে যেতে কারই বা মন চায়। এমন নাছোড়বান্দা অতিথির পাল্লায় পড়লে কী করেন আমির খান? কী করে বিদায় করেন তাঁদের। সেই রহস্য মিস্টার পারফেকশনিস্ট ফাঁস করলেন নিজেই। সম্প্রতি একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির।
সেখানে তিনি বলেন, ‘নিজের বাড়িতে পার্টি হলে আমি চেষ্টা করি যতটা সম্ভব শান্ত থাকতে। কারণ যাঁরা এসেছেন, তাঁরা সকলেই আমার সম্মানীয় অতিথি। কিন্তু অনেক সময়ই কেউ কেউ মাত্রা ছাড়িয়ে ফেলেন। তখন তাঁদের সামনে গিয়ে বলি, আপনার সঙ্গে সময় কাটিয়ে খুব ভাল লাগল। এটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত। যাঁরা বুদ্ধিমান, তাঁরা সহজেই বুঝতে পারেন, যে আমি চাই এবার যাতে তাঁরা ফিরে যান।’
ভদ্রতা বজায় রেখেই অতিথিদের বিদায় দেওয়ার এই কৌশল তিনি তাঁর কাকা নাসির হোসেনের কাছ থেকে শিখেছেন বলে জানিয়েছেন আমির। তিনি বলেছেন, ‘আমার কাকাও ফিল্ম দুনিয়ার লোক ছিলেন। বহু সময়েই তাঁর বাড়িতে পার্টি হতো। তার ওপরে আত্মীয় স্বজনের ভিড় লেগেই থাকত। কিন্তু কখনও কাকাকে রাগতে দেখিনি। এভাবেই ঠান্ডা মাথায় সব সামলে নিতেন।’
সানবিডি/ঢাকা/এসএস