ঝরঝরে মেদহীন দেহ, সরু কোমর! আর ওজন থাকবে নিয়ন্ত্রণে। এমন লুকে পেশাদার মডেলদের দেখে অভ্যস্ত সবাই। কিন্তু সবাই যে তেমনটা চান না তার উদাহরণ হতে পারেন মনিকা রিলে। তার ইচ্ছা, তিনি বিশ্বের সবচেয়ে মোটা মডেল হবেন। বর্তমানে মনিকার বয়স ২৭ বছর, ওজন ৩১৭ কেজি। তার ইচ্ছা শরীরের ওজন ৪৫০ কেজিতে নিয়ে যাওয়া। কারণ তিনি মনে করেন, তিনি যত মোটা হবেন, ততই বেশি আবেদনময়ী হবেন।
আর এই কাজে তিনি পাশে পাচ্ছেন তার প্রেমিকের। প্রেমিকার ওজন বাড়ানোর জন্য প্রেমিক সিড সারাদিন রান্নাবান্না করেন। খাইয়েও দেন নিজে হাতে। বর্তমানে কোমর ৯১ ইঞ্চি হলেও তা দ্রুত আরও বাড়ানোর চেষ্টা চলছে। ওজন বাড়ানোর জন্য ৮ হাজার ক্যালোরি গ্রহণ করেন মনিকা। বর্তমানে মনিকা আর তেমন নড়াচড়া করতে পারেন না। অবশ্য বয়ফ্রেন্ডই তার জন্য প্রায় সব কাজ করে দিচ্ছেন। মোনিকা বলেছেন, ‘আমি যদি কোন ভারী খাবার খাওয়ার পর শুয়ে পড়ি, তাহলে আর নড়তে পারি না।
আমার প্রেমিক সেই সময় আমাকে নড়াচড়া করতে সহায়তা করে।' প্রতিদিন গড়ে মনিকা খান ৬টা বিস্কুট, ব্রেড রোলের মধ্যে ৬টা সসেজ, এক বাটি যেকোন ধরনের খাদ্যশস্য, ওজন বাড়ানোর শেকস, চারটা চিকেন স্যান্ডউইচ, চারটা ডবল চিজ বার্গার, আলুভাজা, ৩০টি চিকেন নাগেট, ম্যাকারনি চিজ এবং প্রায় এক গ্যালন আইসক্রিম। -