রংপুরে নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে গণধর্ষণ : গ্রেফতার ১
প্রকাশ: ২০১৬-১১-০২ ১৪:১১:৪০
রংপুর মহানগরীর নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে একটি ছাত্রাবাসে রাতভর ধর্ষণের অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি ওই ইনস্টিটিউটের ছাত্র আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরো চারজনকে।
গত ২৭ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার শিকার ছাত্রীরা থানায় এসে অভিযোগ দায়ের করেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এক ব্রিফিংয়ে জানান, রংপুর মহানগরীর ধাপ পুর্বগেট এলাকার নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রী গত ২৭ অক্টোবর রাত ৯টার দিকে ধাপ সরদার পাড়া এলাকার মিরাজ ছাত্রাবাসে একই বর্ষের ছাত্র নিমাই চন্দ্র ও সোহেল রানার কাছে নোট আনতে যায়। এসময় ওই ছাত্রাবাসে অবস্থানরত একই ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর হোসেন তাদেরকে রুমে ডেকে নিয়ে যায়। পাশাপাশি দুই বন্ধুকে আটকে রেখে বাইরের চারজনকে খবর দেয়। এরপর রাতভর ওই দুই ছাত্রীকে পাঁচজন মিলে ধর্ষণ করে।
ওসি জানান, বিষয়টি ধর্ষিণের শিকার ওই দুই ছাত্রী ইনস্টিটিউটের অধ্যক্ষকে জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। পরে কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় তাদের থানায় পাঠায়। আমরা জবানবন্দি নিয়ে ধর্ষণ মামলা রেকর্ড করি। এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মুল হোতা আলমগীরকে গ্রেফতার করি। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ছাত্রীদের মেডিক্যাল পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে।
এদিকে থানায় গ্রেফতার থানা আলমগীর সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে দুটি মেয়েকে তার বন্ধুরা মেসে নিয়ে আসে। বিষয়টি টের পেয়ে বহিরাগত শাকিল, পলাশ, শাহআলম ও মানিক মেয়েদের অন্য দুটি রুমে নিয়ে ধর্ষণ করে। আমি তাদের ধর্ষণ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি নির্দোষ।
এ ব্যপারে নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষের সাথে কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।