কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র’র দ্বিতীয় আবর্তনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামী (৪নভেম্বর) শুক্রবার । কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতনামা আবৃত্তি প্রশিক্ষকবৃন্দ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মরিয়ম আক্তার সোনিয়া বিষয়টি জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলা ভাষার শুদ্ধতম চর্চার প্রতিশ্রুতি নিয়ে ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র-কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ দ্বিতীয়বারের মতো প্রশিক্ষণ কর্মশালা শুরু করতে যাচ্ছে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরে সাত্তার কল্লোল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) কাজী মাহতাব সুমন, সময় টিভির সংবাদ উপস্থাপক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ আসাদুজ্জামান (আসাদ আযীম), সংগঠনের উপদেষ্টা প্রভাষক নাহিদা বেগম, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র’র সভাপতি মাহতাব সোহেল প্রমূখ। কর্মশালার সমন্বয় করবেন উপদেষ্টা নাহিদা বেগম।
প্রমিত বাংলা উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তির নানা কৌশল শেখানো হবে উক্ত কর্মশালায়। ২০০টাকা রেজিস্ট্রেশনের ফি দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীই এখানে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।
সানবিডি/কুবি/এলাহী/এসএস