শনিবার সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-৩১ ১৯:৫৩:৪৫

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর আগে কোনো দল টানা দুইবার সাফের শিরোপা জিততে পারেনি। এবার নতুন এক ইতিহাস গড়ে সাবিনা-রিতুপর্ণারা। শিরোপা জিতে দেশে ফিরেছে সাফজয়ী দল।
বিজয়ী এ দলকে আগামী ২ নভেম্বর সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
গতকাল বুধবার বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা ধরে রেখেছে। এটি আমাদের নারী ফুটবল দলের একটি অসাধারণ অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। আমাদের এই গৌরব এনে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












