স্পেনে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১৫৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-০১ ১৫:৪৬:২৬


স্পেনের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যিনি স্পেনের বিভিন্ন অঞ্চলের সহযোগিতা বিষয়কমন্ত্রী আঞ্জেল ভিক্টর তোরেস বলেছেন, উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে চলছে। ফলে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বন্যাকে পাঁচ দশকের মধ্যে ইউরোপের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ বিষয়ে স্পেনের আবহাওয়াবিষয়ক সংস্থা এইমেটের তথ্যমতে, মঙ্গলবার স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে। এতে প্রদেশটিতে অন্তত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কাস্তিলা লা-মাঞ্চায় দুইজন এবং আন্দালুসিয়ায় ব্রিটিশ একজন নাগরিক মারা গেছেন। গতকাল ৬০ জনের মৃত্যু হয়েছে।

ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে একটি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। পানির স্রোতে ভেসে এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কে জলোচ্ছ্বাসের পানিতে গাড়িগুলো ভেসে গিয়ে একটির ওপর আরেকটি উঠে স্তূপ হয়ে গেছে।

এই বন্যায় ভ্যালেন্সিয়ার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সেতু, রাস্তা ও রেলপথ ধ্বংস হয়ে গেছে এবং কৃষি জমি প্লাবিত হয়েছে। এই অঞ্চলে স্পেনের সাইট্রাস ফল যেমন কমলা উৎপাদিত হয়, যা বিশ্বব্যাপী রপ্তানি করা হয়।

পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, পূর্বাঞ্চলের প্রায় ৮০ কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা অচল হয়ে গেছে। এছাড়া ভ্যালেন্সিয়ার সঙ্গে স্পেনের অন্য সব এলাকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি এমন বিরূপ ও বিধ্বংসী আচরণ করছে।

এনজে