জোর দাবি উঠেছে-বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে হবে। কিন্তু কেন? যে মোড়ে লোক সমাগম বেশি, সে মোড়ে সবাই বিলবোর্ড টানাতে চাবে এটা যেমন স্বাভাবিক, ইন্ডিয়ান চ্যানেল বেশি মানুষ দেখে, তাই বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনের জন্য ইন্ডিয়ান চ্যানেলকে বেছে নেবেন, এটাও তেমন স্বাভাবিক। আপনি আপনার লাভ দেখবেন, বিজ্ঞাপনদাতারা কেন নিজেদের লাভ দেখবেন না?
আপনার বরং খুশি হওয়া উচিত এটা ভেবে- দেশীয় পণ্যের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার হওয়ার কারণে দেশীয় পণ্য বিদেশের বাজার দখল করতে যাচ্ছে। এবার আসুন খুঁজে বের করা যাক কেন বেশি মানুষ ইন্ডিয়ান চ্যানেল দেখে। দেশীয় চ্যানেল যারা চালান, তাদের কমন ধারণা খবর ছাড়া চ্যানেল চলবে না।
যে কারণে প্রায় প্রতি ঘণ্টায় তারা ধুমধাম করে খবর প্রচার করেন। দেশে কিছু ঘটুক বা না ঘটুক পূর্ণদৈর্ঘ্য খবর তাদের প্রচার করতেই হবে। একযোগে শুরু হওয়া এইসব খবরে অতিষ্ঠ হয়ে মানুষ লাফ দেয় ইন্ডিয়ান চ্যানেলে। চ্যানেল মালিকরা তবু বোঝেন না মানুষ যে খবর ছাড়া অন্যকিছুও দেখতে চায়। আর এটাও বোঝেন না যারা খবর দেখে, তারা যে দুয়েকটা চ্যানেলের খবর ছাড়া অন্যদের খবরের দিকে ফিরেও তাকায় না।
খবরের উৎপাত ছাড়াও আরো নানাবিধ কারণে মানুষ দেশীয় চ্যানেল কম দেখে। এসব কারণের মধ্যে অতিবিজ্ঞাপন, অনুষ্ঠানের নিম্নমান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাজেটের অভাবে ভালো মানের অনুষ্ঠান বানাতে পারছেন না? বিজ্ঞাপনদাতারা আপনাদের অনুষ্ঠানে টাকা না ঢেলে মোটা অংকের টাকা ঢালছে বিদেশি চ্যানেলের অনুষ্ঠানের পেছনে? এখানেও সেই কথাটাই বলবো-বিদেশি চ্যানেলের দর্শক বেশি।
আপনারা কেন আশা করেন বিজ্ঞাপনদাতারা আপনাদের হাতে বিশাল অংকের টাকা তুলে দেবে তারপর আপনারা ইন্ডিয়ানদের মতো মানসম্পন্ন অনুষ্ঠান বানাবেন? দেখেন, প্রাণ কিন্তু মীরাক্কেলের টাইটেল স্পন্সর হতে শুরু করেছে মীরাক্কেল জনপ্রিয় হওয়ার পর। আপনারা এতো এতো টাকা খরচ করে চ্যানেল খুলতে পেরেছেন, আরো কিছু টাকা খরচ করে ভালো মানের একটা অনুষ্ঠান বানান, জনপ্রিয় করে তোলেন।
দেখবেন এমনিতেই বিজ্ঞাপনদাতারা আপনাদের কাছে এসে ঘুরঘুর করছে। তারা আপনাদের অ্যাডভান্স টাকা দেবে, আপনারা অনুষ্ঠান বানাবেন, কিন্তু সেই অনুষ্ঠান যদি জনপ্রিয় না হয়, তখন যদি বিজ্ঞাপনদাতারা টাকা ফেরত চায়, কী করবেন? অতএব আগে হিট অনুষ্ঠান উপহার দিয়ে তারপর বড় স্পন্সরের আশা করা ভালো। যদি মনে করেন এতো কষ্ট করতে পারবেন না, খবরের উৎপাত থেকেও দর্শককে মুক্তি দেবেন না শুধু বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধ করবেন, তাহলে আপনাদের জন্য একটাই পথ। সেই পথটা হচ্ছে-দেশে ইন্ডিয়ান চ্যানেলের সম্প্রচার বন্ধ করা।
বিজ্ঞাপনদাতারা যখন দেখবে কেউ ইন্ডিয়ান চ্যানেল দেখতে পারছে না, শুধু দেশি চ্যানেল দেখছে, তখন তারা বাধ্য হবে তাদের সব বিজ্ঞাপন দেশীয় চ্যানেলে দিতে।
(বিঃদ্রঃ যেহেতু আমিও টেলিভিশনে উপস্থাপনাসহ আরো কিছু কাজ করি, তাই আমিও কষ্ট পাই যখন দেখি আমার অনুষ্ঠান চলাকালীন মানুষ ইন্ডিয়ান চ্যানেল দেখছে। তবু আমি কেন বিজ্ঞাপনদাতাদের পক্ষ নিয়ে কথা বললাম? কারণ, তারা ব্যবসায়ী। তাদের সংস্কৃতি নিয়ে ভাবার টাইম নেই। পারলে দেশীয় চ্যানেলের দর্শক বাড়িয়ে তাদের বাধ্য করুন শুধুমাত্র দেশীয় চ্যানেলে বিজ্ঞাপন দিতে, নয়তো বাধ্য করুন দেশে ইন্ডিয়ান চ্যানেলের সম্প্রচার বন্ধ করে। মনে রাখবেন, প্রথমটির তুলনায় দ্বিতীয় কাজটি অনেক সহজ) সূত্র: ইকবাল খন্দকারের ফেসবুক
সানবিডি/ঢাকা/এসএস