ফ্রান্সের নতুন প্রজন্মকে ইসলামের জ্ঞান বিতরণে কাজ করছে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামী সেন্টার
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-১১-০৩ ২১:৫২:২৩
ফ্রান্সের নতুন প্রজন্মকে ইসলামের জ্ঞান ও আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামী সেন্টার।
রোববার প্যারিসের স্তায় অবস্থিত সেন্টার মিলনায়তনে শোকরানা সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠানে মসজিদ নেতৃবৃন্দ এই বক্তব্য তুলে ধরেন।
মসজিদের সাথেই ক্রয়কৃত নতুন অংশ পরিদর্শন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদ কমিটির সেক্রেটারি কাজী হাবিবের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সালাউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমদ, মাদ্রাসা প্রিন্সিপাল ও মসজিদ ইমাম মাওলানা আহমাদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, দিনে দিনে রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশী মুসলিম কমিউনিটি বড় হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় নামাজ ও অন্যান্য অনুষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায় সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। তবে ক্রয়কৃত নতুন অংশ সংস্কার শেষে চালু হলে সেই সমস্যার লাঘব হবে অনেকাংশেই।
পরে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি, সকলের সুস্থতা কামনা এবং মৃতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।