দর পতনের শীর্ষে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-০৪ ১৬:১০:৫৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে। ফান্ডটি ৬১ বারে ১ লাখ ২০ হাজার ২৭১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৪ বারে ৭০ হাজার ৩৬৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। ফান্ডটি ১৮২ বারে ১৫ লাখ ৯২ হাজার ৫২৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-  জাহিন স্পিনিংয়ের ৫.৪০ শতাংশ, সিটি ইন্সুরেন্সের ৫.৩৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ৫.২৬ শতাংশ, শামপুর সুগারের ৫.২১ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.১২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৪.২৮ শতাংশ কমেছে।

 

এসকেএস