দর পতনের শীর্ষে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-০৪ ১৬:১০:৫৩

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে। ফান্ডটি ৬১ বারে ১ লাখ ২০ হাজার ২৭১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৪ বারে ৭০ হাজার ৩৬৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। ফান্ডটি ১৮২ বারে ১৫ লাখ ৯২ হাজার ৫২৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- জাহিন স্পিনিংয়ের ৫.৪০ শতাংশ, সিটি ইন্সুরেন্সের ৫.৩৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ৫.২৬ শতাংশ, শামপুর সুগারের ৫.২১ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫.১২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৪.২৮ শতাংশ কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












