বৈরি আবহাওয়ার কারণে সারাদেশে স্থগিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন শনিবার পূর্ব ঘোষিত সময়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ছায়েফ উল্লাহ এই তথ্য জানিয়েছেন।
আর স্থগিত হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অুনষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী রাইজিংবিডিকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশে বৈরি আবহাওয়া বিরাজ করছে গত তিনদিন ধরে। এই অবস্থায় শনিবার সন্ধ্যায় মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষা সারাদেশে স্থগিত করা হয়। রোববার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। রুটিন অনুযায়ী রোববার ছিল ইংরেজি ২য় পত্র পরীক্ষা। একই সঙ্গে স্থগিত করা হয় বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের জেএসসি ইংরেজি ২য় পত্র বিষয়ের পরীক্ষা।