বাংলাদেশ স্কাউটসনওগাঁ জেলা রোভারের নির্বাহী কমিটির সভাঅনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা রোভারের আয়োজনে রোববার (০৬ নভেম্বর ২০১৬ ইং) ১০টায় নওগাঁ জেলা প্রসাশকের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রশাসক ও নওগাঁ জেলা রোভারের সভাপতি ড. মো. আমিনুর রহমান এর সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মো. করিফুল ইসলাম খান, নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এমজিল্লুর রহমান, নওগাঁ জেলা রোভারের কমিশনারও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ এর অধ্যক্ষপ্রফেসর মো. আব্দুলমজিদ, নওগাঁ জেলা রোভারের সম্পাদক ইয়াকুব আলী (নিশান), নওগাঁ জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. ইাসিম আলম, আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের সভাপতি প্রফেসর এস.এম ইউনুছার রহমান,নওগাঁ জেলা রোভার নেতা মামুনুর রশিদ, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের সম্পাদক মো. গোলাম মোস্তফা, রোভার নেতা ওয়ারেসা নাসরিন, নওগাঁ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. আরমান হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
সানবিডি/নওগাঁ/আরমান/এসএস