বলিউড অভিনেতা ও প্রযোজক ফারহান আখতারের সঙ্গে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন অনেকদিনের। বেশ কিছুদিন ধরে গোপনে প্রেম করে আসছেন তারা। শুধু তাই নয় নিয়মিত ডেটিংয়েও যাচ্ছেন দুজন। এসব খবর নিয়ে মাতামাতি করছেন বলিউডের অনেকেই। প্রেমের বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন শ্রদ্ধা।
ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এই বলিউড অভিনেত্রী জানালেন, তিনি এখনও একা। আর এই ‘সিঙ্গলহুড’ দারুণভাবে উপভোগ করছেন। বললেন, আমি প্রথমে এসব খবর শুনে খুব রেগে গিয়েছিলাম। আমার মা-বাবাই আমাকে শান্ত করেন। তারা বলেন, গুজব জীবনেরই অঙ্গ। সিঙ্গল হয়ে খুবই খুশিতে আছি।
সংবাদমাধ্যমকে শ্রদ্ধা আরো বলেন, আমি বুঝতে পারি না, কীভাবে লোকে এরকম গুজব তৈরি করে। এটা খুবই অশোভনীয় একটা কাজ। এরকম একটা গুজব রটানোর সময়, যার সম্পর্কে রটানো হচ্ছে, তার সম্মানের কথা ভাবা উচিত। কাউকে অসম্মান করার অধিকার কারো নেই। এদিকে খুব শিগগিরই ফারহান আখতার এবং শ্রদ্ধা কাপুরকে ‘রক অন টু’ ছবিতে দেখা যাবে। এটি পরিচালনা করছেন সুজাত সওদাগর। আর প্রযোজনায় রয়েছেন ফারহান এবং রিতেশ সিধওয়ানি।