সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-০৬ ১৬:৩৭:৪০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, দর কমেছে ২৮১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।
ডিএসইতে ৬৫১ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৮ কোটি ৫০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৯ পয়েন্টে।
সিএসইতে ২০৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০ টির দর বেড়েছে, কমেছে ১০৪ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস