যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমাদের মাথাব্যাথা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-১১-০৬ ২১:২৯:৪০


মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় পেলে ইরান ‘চাপে’ পড়বে বলে আগে থেকেই দাবি করে আসছেন অনেকে। তবে ইরানিদের জীবনে মার্কিন নির্বাচনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় পাওয়ার পর ইরান সরকারের মুখপাত্র এমন মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে আরব এবং পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, ট্রাম্প ইরানের তেল শিল্পের ওপর ‘উচ্চতর নিষেধাজ্ঞার’ মাধ্যমে তার ‘সর্বোচ্চ চাপ নীতি’ পুনরায় প্রয়োগ করতে পারেন।

এছাড়া, ট্রাম্প ইসরাইলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো এবং হত্যাকাণ্ড পরিচালনা করার ক্ষমতা দিতে পারেন বলেও দাবি তাদের।

সংবাদ সংস্থা তাসনিমের তথ্যমতে, মোহাজেরানি বলেছেন, মার্কিন নির্বাচন নিয়ে আসলেই আমাদের মাথাব্যাথা নেই। আমাদের নীতিগুলো স্থির এবং ব্যক্তির ভিত্তিতে পরিবর্তিত হয় না। আমরা আগে থেকেই প্রয়োজনীয় ভবিষ্যদ্বাণী করেছিলাম এবং এতে (মার্কিন নির্বাচন) আমাদের জনগণের জীবন-জীবিকার পরিবর্তন হবে না।

এদিকে, ট্রাম্পের বিজয়ের বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরানের বিপ্লবী গার্ড। তবে তারা বলেছে, তেহরান এবং এই অঞ্চলে তার সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরাইলকে মোকাবিলার জন্য প্রস্তুত।

বিএইচ